১৫ই আগস্ট নতুন দিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে চলেছেন ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ২১০ জন পঞ্চায়েত স্তরের নেতা। এই বছরের বিশেষ অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় মহিলা নেত্রী রয়েছেন যারা তাদের গ্রাম পঞ্চায়েতে উন্নত পরিকাঠামো, জনসেবা এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে নজরকাড়া সাফল্য এনেছেন।
পঞ্চায়েতিরাজ মন্ত্রক জানিয়েছে, এই বিশেষ অতিথিরা ‘হর ঘর জল যোজনা’, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ – গ্রামীণ এবং ‘মিশন ইন্দ্রধনুষের’ মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
মন্ত্রক আরও জানিয়েছে যে, এই বিশেষ অতিথিদের জন্য আগামীকাল নতুন দিল্লিতে একটি আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে।
অনুষ্ঠান চলাকালীন, এআই চালিত ‘সভাসার’ অ্যাপ্লিকেশন চালু করা হবে। এই বছরের অনুষ্ঠানের থিম হল “আত্মনির্ভর পঞ্চায়েত, উন্নত ভারত কি পেহচান” যা উন্নত ভারতের একটি মূল ভিত্তি হিসেবে স্বনির্ভর পঞ্চায়েতের ছবি তুলে ধরে।