১৩৪ তম ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ শিলং লাজং এফ সি, নর্থ ইষ্ট ইউনাইটেড এফ সি,র মুখোমুখি হবে। শিলং এর জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবার এফ সি, র বিরুদ্ধে খেলবে। ফাইনাল হবে শনিবার। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে।
Site Admin | August 19, 2025 4:33 PM
১৩৪ তম ডুরান্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ শিলং লাজং এফ সি, নর্থ ইষ্ট ইউনাইটেড এফ সি,র মুখোমুখি হবে।
