১১৪ তম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট আগামীকাল মেলবোর্নে শুরু হচ্ছে। চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত। ইতালির জানিক সিনার টানা তিনবার খেতাব জয়ের সামনে। প্রথমবার অস্ট্রেলিয়া ওপেন জয়ের সুযোগ স্পেনের কার্লোস আলকারাজের। সার্বিয়ার নোভাক জকোভিচ এর সামনে ২৫ তম গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ। মহিলাদের সিঙ্গলসে আরিয়ানা সাবালেঙ্কার কাছে তৃতীয়বার অস্ট্রেলিয়া ওপেন জয়ের সুযোগ।
আগামীকাল পুরুষদের সিঙ্গলসে শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ প্রথম রাউন্ডের ম্যাচে অবাছাই অ্যাডাম উইলটনের মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা, ফ্রান্সের টি রকোতোমাঙ্গা রাজাওনাহ এর মুখোমুখি হবেন।
Site Admin | January 17, 2026 9:52 PM
১১৪ তম অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্ট আগামীকাল মেলবোর্নে শুরু হচ্ছে।