January 2, 2026 7:29 PM

printer

১১তম ইন্ডিয়া-ইন্টারন্যাশনাল ইয়ুথ সেলিং চ্যাম্পিয়নশিপ, ২০২৬ আনুষ্ঠানিকভাবে আগামী ৪ থেকে ১০ই জানুয়ারী চেন্নাই বন্দরে আয়োজিত হবে।

১১তম ইন্ডিয়াইন্টারন্যাশনাল ইয়ুথ সেলিং চ্যাম্পিয়নশিপ২০২৬ আনুষ্ঠানিকভাবে আগামী ৪ থেকে ১০ জানুয়ারী চেন্নাই বন্দরে আয়োজিত হবে। চেন্নাইতে গতকাল ভারতের দীর্ঘতম এবং সবচেয়ে ধারাবাহিক এই প্রতিযোগিতার ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতায় ১৩টি দেশের ১১৭ জন নিবন্ধিত নাবিক অংশ নেবেন। পুরো প্রতিযোগিতা, আয়োজক সংস্থার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করা হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।