১লা আগস্ট থেকে রাজ্যে ফের ১০০ দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চ্যাটার্জী দাসের ডিভিশন বেঞ্চে আজ জানিয়েছেন, দুর্নীতি রোধে প্রয়োজনে যেকোনো শর্ত বা বিধি নিষেধ আরোপ করতে পারবে কেন্দ্র। পাশাপাশি এর আগে দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়া অর্থ আপাতত কেন্দ্রের কনসোলিডেটেড ফান্ডে রাখতে হবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় কোনো পোর্টালের মাধ্যমে প্রাপকদের টাকা দেওয়ার ব্যবস্থা করার প্রস্তাব দিলে তাতে শিলমোহর দেয় আদালত। আগস্ট মাসেই মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করার অভিযোগে কেন্দ্র মহাত্মা গান্ধী গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পে রাজ্যের বরাদ্দ আটকে দেয়। গত তিন বছর ধরে বন্ধ রয়েছে এই প্রকল্প।
এদিকে, কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে তৃনমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বলেছেন, বাংলার মানুষের আন্দোলনের জয় হয়েছে।