November 15, 2025 4:47 PM

printer

হ্যারিকেন মেলিসার প্রভাবে ক্ষতিগ্রস্ত জামাইকায়, দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে কিংস্টনের ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা সেন্ট এলিজাবেথ গির্জায় যান

হ্যারিকেন মেলিসার প্রভাবে ক্ষতিগ্রস্ত জামাইকায়, দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে কিংস্টনের ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা সেন্ট এলিজাবেথ গির্জায় যান। এটি ভারত, জামাইকা সহযোগিতা সম্পর্কের একটি বিশেষ পদক্ষেপ।  দুর্গতদের সহায়তায় ভারতীয়দের ৩২ লক্ষ ডলার আর্থিক সাহায্যের পদক্ষেপকে কুর্ণিশ জানিয়েছে কিংস্টনে ভারতীয় হাই কমিশন। সমাজমাধ্যমের এক বার্তায় ভারতের হাই কমিশন বলেছে, ভারতীয়রা বসুধৈব কুটুম্বকমের আদর্শে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সাহায্যে দায়বদ্ধ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।