হ্যারিকেন এরিন দ্রুত শক্তি বৃদ্ধি করে ক্যারিবিয়ানের উত্তরে আটলান্টিকের উপর একটি শক্তিশালী ঝড়ে পরিণত হয়েছে।এরিন এই মরশুমে আটলান্টিকের প্রথম ঘূর্ণিঝড়, বেশ কয়েকটি এলাকায় ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। চলতি সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঢেউ এবং তীব্র স্রোত দেখা দিতে পারে। জাতীয় হ্যারিকেন সেন্টার জানিয়েছে, গতকাল পর্যন্ত, হ্যারিকেন এরিন দুর্বল হয়ে পড়ে সর্বোচ্চ ১৫০ মাইল প্রতি ঘন্টা বেগে বাতাস বইছে। চলতি সপ্তাহে, এরিন পুয়ের্তো রিকোর উত্তরে সরে যাবে বলে মনে করা হচ্ছে যে কারণে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। যদিও হ্যারিকেনের কেন্দ্রস্থল স্থলভাগে আঘাত হানবে বলে ধারণা করা হলেও এই অঞ্চলের দ্বীপগুলিতে ভারী বৃষ্টিপাত ঘটাবে বলে অনুমান করা হচ্ছে।
মার্কিন সরকার সতর্কতা হিসাবে ফেডারেল জরুরি ব্যবস্থাপনা সংস্থা এবং অন্যান্য সংস্থার ২০০ জনেরও বেশি কর্মীকে পুয়ের্তো রিকোতে মোতায়েন করেছে। ইতিমধ্যে বাহামার কর্মকর্তারা সতর্কতা হিসাবে কিছু ত্রাণ শিবির প্রস্তুত করেছেন। উল্লেখ্য পরিসংখ্যান অনুযায়ী আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আটলান্টিকে হ্যারিকেন সবচেয়ে সক্রিয় হয়।