হোয়াইট হাউজের কাছে দুজন নিরাপত্তা কর্মীর ওপর এক আফগান নাগরিক গুলি চালানোর পর, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিবাসনের বিষয়ে তাঁর সিদ্ধান্ত ঢালাও ভাবে রূপায়িত করার কথা ঘোষণা করেছেন। মার্কিন রাষ্ট্রপতির বক্তব্য, তৃতীয় বিশ্বের দেশগুলি থেকে আমেরিকায় অভিবাসনে, স্থায়ীভাবে তিনি বন্ধ করতে চান। ডোনাল্ড ট্রাম্প–এর এই প্রস্তাবিত উদ্যোগ রূপায়িত হলে, শিক্ষা, কাজ, নিরাপত্তা অথবা রাজনৈতিক আশ্রয়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী লক্ষ লক্ষ মানুষের ওপর তাৎপর্যপূর্ণভাবে বিরূপ প্রভাব পড়বে। বিশ্বব্যাপী অভিবাসনের বিন্যাস’ও এর ফলে সম্পূর্ণ পালটে যেতে পারে। তীব্র ভাষায় রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন, আমেরিকার অভিবাসন নীতি বছরের পর বছর ধরে দেশের অগ্রগতিকে দুর্বল করেছে এবং জীবন যাত্রার মানের’ও ক্ষতি করেছে। বেআইনী জনসংখ্যা ব্যপকভাবে কমিয়ে আনাই তাঁর এই নীতির লক্ষ্য বলে মার্কিন রাষ্ট্রপতি মন্তব্য করেছেন।
এর আগে মার্কিন অভিবাসন দপ্তরের অধিকর্তা যোশেফ এগলো বলেছেন, রাষ্ট্রপতি ট্রাম্প-এর নির্দেশে তিনি আমেরিকায় বসবাসকারী গ্রিন কার্ডধারী প্রত্যেকের বিস্তারিত তথ্য পরীক্ষা করে দেখতে বলেছেন। তবে, এই দেশগুলির তালিকায় ভারত নেই।
উল্লেখ্য, গত বুধবার হোয়াইট হাউজের কাছে আফগান নাগরিকের ওই গুলি চালানোর ঘটনায় ন্যাশনাল গার্ডের এক রক্ষীর মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা সঙ্কটজনক।