হোলি উপলক্ষে রেলযাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে উত্তর রেল ৪০০ টিরও বেশি বিশেষ ট্রেন চালাবে। নর্দান রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক হিমাংশু শেখর উপাধ্যায় জানান, যাত্রীদের জন্য একাধিক বন্দোবস্ত করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজধানীর নতুন দিল্লি, আনন্দ বিহার ও হজরত নিজামুদ্দিন রেল স্টেশনে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার পাশাপাশি মিনি কন্ট্রোল রুম ও ওয়েটিং এরিয়া তৈরি করা হয়েছে। শুধুমাত্র বৈধ ট্রেন টিকিট আছে এমন যাত্রীদেরই প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
Site Admin | March 11, 2025 1:37 PM
হোলি উপলক্ষে রেলযাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে উত্তর রেল ৪০০ টিরও বেশি বিশেষ ট্রেন চালাবে।