July 24, 2025 1:05 PM

printer

মহিলাদের ফিডে দাবা বিশ্বকাপে ভারতের দিব্যা দেশমুখ চীনের ট্যান ঝংভি-কে হারিয়ে ফাইনালে উঠেছেন।

হিলাদের ফিডে দাবা বিশ্বকাপে ভারতের দিব্যা দেশমুখ চীনের ট্যান ঝংভি-কে হারিয়ে ফাইনালে উঠেছেন। জর্জিয়ার বাতুমিতে গতকাল সেমিফাইনালের ম্যাচে চীনের প্রতিদ্বন্দীকে তিনি এক দশমিক ৫, শূন্য দশমিক ৫ ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের ফলে ২০২৬-এ হতে চলা ক্যান্ডিডেটস টুর্নামেন্টে নিজের স্থান নিশ্চিত করলেন দিব্যা। ১৯ বছর বয়সী দিব্যা প্রথম ভারতীয় হিসাবে ফিডে মহিলা বিশ্বকাপের ফাইনালে উঠলেন।

সেমিফাইনালের অপর ম্যাচে ভারতের কোনেরু হাম্পি এবং চীনের লেই টিনজির মধ্যে ম্যাচটি ড্র হওয়ায় আজ টাই ব্রেক অনুষ্ঠিত হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।