মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 11, 2024 10:11 PM

printer

হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমার হামলা থেকে যারা বেঁচে গিয়েছিলেন, জাপানের সেই নাগরিকদের সংগঠন নিহন হিডানকিও এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছে ৷

হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমার হামলা থেকে যারা বেঁচে গিয়েছিলেন, জাপানের সেই নাগরিকদের সংগঠন নিহন হিডানকিও এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছে ৷ এই সংগঠনটি হিবাকুশা নামেও পরিচিত। পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবীর জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এঁরা। পরমাণু অস্ত্র আর ব্যবহার করা উচিত নয় এই বারতাই এঁরা প্রচার করে চলেছেন। অসলোতে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এবছর নিহন হিডানকিও-কে শান্তি পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছে।     

ইরানের মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মদী গতবছর এই পুরস্কার পেয়েছেন। ইরানে মহিলা নিপীড়নের বিরুদ্ধে লড়াই-এর স্বীকৃতি স্বরূপ তিনি এই পুরস্কার পান।