হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, দক্ষিণবঙ্গেও জুনের প্রথম সপ্তাহের মধ্যেই বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এবার নির্ধারিত সময়ের আগেই কেরালায় বর্ষা প্রবেশ করায় এরাজ্যেও আগাম বর্ষা প্রবেশ করতে চলেছে। এদিকে আগামী মঙ্গলবার উত্তর – পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেই কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
Site Admin | May 24, 2025 6:01 PM
হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা প্রবেশ করতে চলেছে।