হিমাচল প্রদেশ ও উত্তরাখন্ডের উঁচু অঞ্চলে গতকাল নতুন করে তুষারপাত হয়েছে। এর ফলে স্থানীয় মানুষ ও পর্যটকদের মধ্যে উদ্দীপনা ছড়িয়েছে। হিমাচলের লাহুল, স্পিতি ও কিন্নর, কুলুর উঁচু উপত্যকায় এবং গিরিপথে তাপমাত্রার পারদ নেমে যাওয়ায় তুষারপাত হয়। এই সমস্ত অঞ্চলে তাপমাত্রা ছিল মাইনাস ২ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস। নিচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে।
অন্যদিকে উত্তরাখণ্ডের চামোলি ও রুদ্রপ্রয়াগ জেলায় তাপমাত্রা নেমেছে। গতকাল বৃষ্টি ও তুষারপাত হয়েছে বদ্রীনাথে।