হিমাচল প্রদেশে ভারী তুষারপাতের ফলে রাজ্যজুড়ে ১ হাজার ২৯১টি রাস্তা বন্ধ হয়ে গেছে। পূর্ত বিভাগ সড়ক যোগাযোগ ব্যাবস্থা পুনরায় স্থাপনের উদ্ধেশ্যে কাজ করছে। মোতায়েন করা ৩ শো ৮৫টি যন্ত্র যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের কাজ করছে। রাজ্যের পূর্তমন্ত্রী বিক্রমাদিত্য সিং বলেছেন, তুষারপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আগে থেকেই বিভাগীয় অধিকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করা হয়। উচ্চ পার্বত্য অঞ্চলে যন্ত্রপাতি মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছিল একটি পরিকল্পনাও।
Site Admin | January 24, 2026 9:35 PM
হিমাচল প্রদেশে ভারী তুষারপাতের ফলে রাজ্যজুড়ে ১ হাজার ২৯১টি রাস্তা বন্ধ হয়ে গেছে।