হিমাচল প্রদেশে বিলাসপুর জেলায় ভূমিধ্বসে বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ১৫। বাসটি ৩০ জন যাত্রীকে নিয়ে কোঠধার এলাকার মারোতান থেকে ঘুমারউইনের দিকে যাচ্ছিল। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু ত্রাণ ও উদ্ধারের কাজ দ্রুত সম্পন্ন করার দিকে নজর দেওয়ার কথা বলেছেন। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধারের কাজ চলছে।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন ও প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের একটি পোস্টে শ্রীমতি মুর্মু, দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। মৃতের পরিবার বর্গকে প্রধান মন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছে সরকার। উল্লেখ্য,