August 3, 2024 9:50 PM

printer

হিমাচল প্রদেশে তিনটি মেঘ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ৪৬ জনের সন্ধান এখনো পাওয়া যায় নি।

হিমাচল প্রদেশে তিনটি মেঘ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ ৪৬ জনের সন্ধান এখনো পাওয়া যায় নি। এদের মধ্যে সিমলা জেলার সমেজের ৩৩ জন রয়েছেন। নিখোঁজদের সন্ধানে  এনডিআরএফ লাইভ ডিটেক্টর ডিভাইস ব্যবহার করছে। আনা হয়েছে স্নিফার ডগ । জেলা শাসক অনুপম কাশ্যপ জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত সমেজ এলাকায় ৩০১ জন এনডিআরএফ কর্মী কাজ করছেন।

     মান্ডি জেলার পাধার অঞ্চলের তেরং গ্রামে আজ তৃতীয় দিনেও নিখোঁজদের সন্ধান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দুর্ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হলেও তার পরিচয় এখনো পাওয়া যায়নি।