হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু আজ শিমলার সঞ্জাউলি হেলিপ্যাড থেকে হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছেন। এর মাধ্যমে প্রতিদিন সঞ্জাউলি হেলিপ্যাড থেকে কুল্লু জেলার ভুনতার বিমানবন্দর এবং কিন্নৌর জেলার রেকং পিও পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা চালু হয়েছে। এছাড়া সঞ্জাউলি হেলিপ্যাড থেকে চণ্ডীগড়ের মধ্যে সপ্তাহে তিন দিন—সোমবার, শুক্রবার ও শনিবার—হেলিকপ্টার পরিষেবা চলবে।
Site Admin | January 21, 2026 10:43 PM
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু আজ শিমলার সঞ্জাউলি হেলিপ্যাড থেকে হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছেন।