মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 30, 2025 10:26 PM

printer

হিমাচল প্রদেশের কুলু জেলায় মণি করণ সাহিব গুরুদ্বারার কাছে আজ ধস নামায় একটি বড় গাছ উপড়ে কয়েকটি যানবাহনের উপর পড়লে ছ’জনের মৃত্যু হয়েছে,আহত আরও পাঁচ জন।

হিমাচল প্রদেশের কুলু জেলায় মণি করণ সাহিব গুরুদ্বারার কাছে আজ ধস নামায় একটি বড় গাছ উপড়ে কয়েকটি যানবাহনের উপর পড়লে ছ’জনের মৃত্যু হয়েছে,আহত আরও পাঁচ জন। আধিকারিক সূত্রে খবর ঝড় ও ভুমি ধসের দরুন গাছ উপড়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলির উপর পড়লে এই বিপত্তি।

কুলুর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিকাশ শুক্লা জানিএছেন,মেডিকেল টিম ঘটনাস্থলে যায়,পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা উদ্ধারকাজের দেখাশুনা করছেন।

মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু হতাহতদের পূর্ণ সহযোগিতার ও উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।