May 18, 2025 2:47 PM

printer

হায়দ্রাবাদে আজ সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৭ জনের মত্যু হয়েছে।

হায়দ্রাবাদে আজ সকালে এক ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ১৭ জনের মত্যু হয়েছে। এর মধ্যে বহু মহিলা ও ৭ বছর বয়সী এক শিশু কন্যা আছে বলে জানা গেছে। হায়দ্রাবাদে বিখ্যাত চারমিনারের কাছে একটি বাড়িতে এই আগুন লাগে। ভোর সাড়ে ৬ টার সময় খবর পেয়ে দমকলের ১১ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, গুলজার হাউস এলাকায় একটি দোকানের ওপরে ছাদে কয়েকটি পরিবার থাকতো। তারাই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

শ্রী মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে বিস্ফোরণ হওয়ায় আগুন লাগে এবং দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। জানা গেছে, তিনতলা ঐ প্রাচীন বাড়ির উপরিতলে উঠতে গেলে দমকল বাহিনী বাধাপ্রাপ্ত হয়।