April 24, 2025 12:06 PM

printer

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে  গতকাল আইপিএলের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স সাত উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়েছে।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে  গতকাল আইপিএলের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স সাত উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়েছে। নির্ধারিত ২০ ওভারে হায়দরাবাদ ৮ উইকেটে ১৪৩ রান করে। হেনরিখ ক্লাসেন ৭১ রান করেছেন।জবাবে মুম্বাই ১৫ ওভার চার বলে তিন উইকেটে ১৪৬ রান তুলে নেয়। রোহিত শর্মা ৭০ রান করেন। সূর্য কুমার যাদব ৪০ রানে অপরাজিত থাকেন। মুম্বাইয়ের ট্রেন্ট বোল্ট চারটি উইকেট নিয়েছেন। তিনি ম্যাচের সেরা হয়েছেন । মুম্বাই ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়েও পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।