হামাস মার্কিন মধ্যস্থতায় ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন রাষ্ট্রপতির মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফকে তারা জানিয়েছে, তাদের হাতে আটক ১০ জন ইজরায়েলি বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত আছে। এছাড়া প্যালেস্তানীয় বন্দীদের মুক্তির বিনিময়ে ১৮ জন নিহত ইহুদী পণবন্দীর দেহও তারা হস্তান্তর করতে রাজী আছে। তবে হামাসের পক্ষ থেকে যুদ্ধ বিরতি প্রস্তাবে কিছু পরিবর্তনের দাবি জানানো হয়েছে। হামাস বলেছে, তারা স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইজরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার চায়।
অন্যদিকে, গাজায় মানবিক সহায়তার কাজ যেন অব্যাহত থাকে। তবে মার্কিন যুক্তরাষ্য়্র এই সব দাবি গুলিকে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন রাষ্ট্রদূত উইটকফ বলেছেন, হামাসের উচিত যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়ে আলোচনায় বসা।
উল্লেখ্য যুদ্ধবিরতির এই প্রস্তাবে ৬০ দিনের জন্য সংঘর্ষ বিরতি, জীবিত অথবা মৃত ২৮ জন ইজরায়েলি পণবন্দীর মুক্তির প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ১২৩৬ জন প্যালেস্তেনীয় যুদ্ধবন্দী এবং ১৮০ জন নিহত প্যালেস্তেনীয়ের মৃতদেহ হস্তান্তররে কথাও এই প্রস্তাবে রয়েছে।