হামাসের হাতে দু বছরের অধিক সময় বন্দী থাকার পর ইজরায়েলী পনবন্দীদের মুক্তিকে ভারত স্বাগত জানিয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,এই মুক্তি, পনবন্দীদের পরিবারের সাহস, শান্তি স্থাপনে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগ এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সঙ্কল্পের প্রতি সম্মান। ওই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন শ্রী মোদী।
Site Admin | October 13, 2025 9:41 PM
হামাসের হাতে দু বছরের অধিক সময় বন্দী থাকার পর ইজরায়েলী পনবন্দীদের মুক্তিকে ভারত স্বাগত জানিয়েছে।
