জলশক্তি মন্ত্রকের “হামারা শৌচালয়, হামারা ভবিষ্যৎ” অভিযানের আওতায় পাঁচ হাজার ৫০০-রও বেশি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স মেরামত ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে। এ মাসের ১৯ তারিখে শুরু হওয়া এই অভিযানটি গতকাল শেষ হয়েছে। এর লক্ষ্য ছিল মেরামত, নান্দনিক উন্নয়ন এবং গ্রামীণ শৌচাগারের অনুমোদন, যার মধ্যে ব্যক্তিগত গৃহস্থালীর শৌচাগার এবং কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স উভয়ই অন্তর্ভুক্ত। এটি নিরাপদ স্যানিটেশন এবং সুস্থতার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগের উপরও জোর দেয়। এই অভিযান তৃণমূল স্তরে সম্পূর্ণ স্বচ্ছতা আরও জোরদার করতে সহায়তা করেছে।
Site Admin | December 11, 2025 9:49 PM
“হামারা শৌচালয়, হামারা ভবিষ্যৎ” অভিযানের আওতায় ৫৫০০-রও বেশি কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্স মেরামত ও সৌন্দর্যবর্ধন করা হয়েছে