মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 21, 2025 9:28 PM

printer

হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্ট্যোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে, আবার এক মহিলা জুনিয়ার চিকিৎসকের নিগৃহকে কেন্দ্র করে আবার সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।  

হাওড়ার উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্ট্যোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে, আবার এক মহিলা জুনিয়ার চিকিৎসকের নিগৃহকে কেন্দ্র করে আবার সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।  

আকাশবাণীর হাওড়ার জেলা সংবাদদাতা জানিয়েছেন, গতকাল ওই চিকিৎসককে নিগ্রহ করা হয়। পুলিশের বড় আধিকারিক এবং নিজেকে পার্টির স্থানীয় নেতা বলে পরিচয় দিয়ে এক অস্থায়ী হোমগার্ড, মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। নির্যাতিতা চিকিৎসক জানিয়েছেন, দুষ্কৃতীরা তাঁর হাত মচকে দেয় এবং রাস্তায় বেরোলে তাঁকে ধর্ষণ করা হবে বলে হুমকি’ও দেয়।

অভিযুক্ত হোমগার্ড তাঁর এক আত্মীয়াকে নিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগে দেখাতে এসেছিল। রোগী দেখাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত বলে জানা গেছে। ওই চিকিৎসক উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ওই অস্থায়ী হোমগার্ড সহ দুজনকে গ্রেপ্তার করেছে।

   কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনার নিন্দা করেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই রাজ্যের মহিলারা যে সুরক্ষিত নয়, তা এই ঘটনায় আরো একবার প্রমাণিত হয়েছে। RG KAR কাণ্ডের পর রাজ্য সরকার একাধিক নির্দেশাবলী জারি করলেও, প্রকৃতপক্ষে কোন কাজ হয়নি।

প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, চারিদিকে মাতৃ আরাধনা চললেও, এখানে মহিলাদের কোনো নিরাপত্তা নেই। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হলেও,  তাঁকে কোনো সহানুভূতি, কোনো সমবেদনা ছুঁতে পারে না।  

    জুনিয়ার ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে ডক্টর অনিকেত মাহাতো ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং চিকিতসকদের নিরাপত্তার দাবী জানিয়েছেন।

   শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল ডা: সনৎ কুমার ঘোষ জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরা ছিল ও সেই ফুটেজগুলো  পুলিশকে দেওয়া হয়েছে।