মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 1, 2024 2:29 PM

printer

হাওড়া জেলা হাসপাতালে গতরাতে চিকিৎসাধীন এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার ল্যাব টেকনিশিয়ান

হাওড়া জেলা হাসপাতালে গতরাতে চিকিৎসাধীন এক কিশোরীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে ওই হাসপাতালের এক ল্যাবরেটরির টেকনিশিয়ানের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

বুকে যন্ত্রণার কারণে বছর বারোর ওই কিশোরীকে গত বুধবার হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়।‌ সিটি স্ক্যান করার জন্য রাত দশটা নাগাদ তাকে ল্যাবে নিয়ে যাওয়া হয়। ওই সময় অভিযুক্ত টেকনিশিয়ান তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ল্যাব থেকে বেরিয়ে পরিবারের লোকজনকে জানালে চাঞ্চল্য সৃষ্টি হয়। হাওড়া থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতালের অভ্যন্তরীণ অভিযোগ গ্রহণ কমিটিও তদন্ত করছে। ওই ব্যক্তিকে হাসপাতাল কর্তৃপক্ষ শো কজ করেছে।‌

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।