January 9, 2026 6:50 PM

printer

হাওড়া – কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এর সম্ভাব্য সময় সূচি ও স্টপেজ রেলের তরফে জানানো হয়েছে।

হাওড়া – কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস এর সম্ভাব্য সময় সূচি ও স্টপেজ রেলের তরফে জানানো হয়েছে। সম্ভাব্য সময় সূচি অনুসারে ট্রেনটি সপ্তাহে ৬ দিন চলাচল করবে। কামাখ্যা থেকে প্রতি বুধবার ও হাওড়া থেকে প্রতি বৃহস্পতিবার বাদে অন্যান্য দিন গুলিতে ট্রেনটি চলবে। কামাখ্যা ও হাওড়ার মধ্যে সম্ভাব্য যেসব স্টেশন গুলিতে ট্রেন টি থামবে সেগুলি হল Rangiya, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল। সম্ভাব্য সময় সূচি অনুসারে 27575 কামাখ্যা – হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে কামাখ্যা থেকে ছেড়ে পরদিন সকাল ৮ টা ১৫ মিনিটে হাওড়া পৌঁছাবে। এবং 27575 হাওড়া – কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে হাওড়া থেকে পরদিন সকাল ৮ টা ২০ মিনিটে কামাখ্যা পৌঁছাবে।