হাওড়া ও অসমের কামাক্ষার মধ্যে দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেনের নিয়মিত যাত্রা আজ হাওড়া স্টেশন থেকে শুরু হয়েছে। সন্ধে ৬-টা ২০ মিনিটে ৮৩০ জন যাত্রী নিয়ে ট্রেনটি কামাক্ষার উদ্দেশে রওনা দেয়। প্রথম দিনেই ১-শো শতাংশ আসন ছিল পূর্ণ।
কামাক্ষা থেকে গতকাল যে ট্রেনটি যাত্রা শুরু করে, সেটি আজ সকালে এসে পৌঁছয় হাওড়ায়।
উল্লেখ্য গত ১৭-ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম বন্দেভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করেন।
হাওড়া থেকে বৃহস্পতি এবং কামাক্ষা থেকে বুধবার বাদে সপ্তাহে প্রতিদিন এই ট্রেন চলাচল করবে।