হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলির পরিকাঠামো উন্নয়নে আপাতত ৫০ কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে গতকাল মামলার শুনানিতে ভার্চুয়ালি যোগ দেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি জানান, নিম্ন আদালত এবং হাই কোর্টের ১৪টি প্রকল্পের কাজে ওই অর্থ ব্যয় হবে। এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যেই অর্থ দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থের যোগান নিয়ে সমস্যা বিষয়ে আগামী সাতদিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে কলকাতা হাইকোর্টে রাজ্য জানিয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের বিভিন্ন কাজে অর্থ বরাদ্দের জন্য আদালতের পাঠানো ৫৩ টি ফাইল আটকে রাখায় রাজ্যকে ভর্ৎসনা করেন। আগামী ২৪ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।