March 23, 2025 11:31 AM

printer

হাইকোর্টের বিচারপতি যশোবন্ত ভার্মার বাসভবন থেকে হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের কথিত অভিযোগ সম্পর্কে  ছবি ও ভিডিও সহ  অভ্যন্তরীণ তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্ট গতকাল গভীর রাতে প্রকাশ করেছে।

হাইকোর্টের বিচারপতি যশোবন্ত ভার্মার বাসভবন থেকে হিসাব বহির্ভূত টাকা উদ্ধারের কথিত অভিযোগ সম্পর্কে  ছবি ও ভিডিও সহ  অভ্যন্তরীণ তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্ট গতকাল গভীর রাতে প্রকাশ করেছে।

শীর্ষ আদালত, এই  অভিযোগ সম্পর্কে বিচারপতি ভার্মার জবাব ও প্রকাশ করেছে। বিচারপতি ভার্মা তাঁর প্রতিক্রিয়ায় সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, যে ঘরটিতে আগুন লেগেছিল এবং কথিতভাবে টাকা উদ্ধার  হয়েছিল সেটি, তাঁর মূল বাসভবনের বাইরের একটি ঘর।

তদন্ত রিপোর্ট অনুযায়ী বিচারপতি ভার্মা স্পষ্ট জানিয়েছেন যে তিনি বা তার পরিবারের কেউ কোন ভারাঁড় ঘরে কোন টাকা কখনো রাখেননি। কথিত ভাবে উদ্ধার হওয়া টাকা তাঁর নয় বলে জোর দিয়ে দাবি করেছেন। বিচারপতি ভার্মা, টাকা উদ্ধারের কথিত অভিযোগ , তাঁর সম্মানহানির চক্রান্ত বলে অভিহিত করেছেন।

দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায়ের পেশ করা তদন্ত রিপোর্টে  চার- পাঁচ স্তূপ আধ পোড়া ভারতীয় টাকা উদ্ধারের কথাও বলা হয়েছে। ২৫ পাতার তদন্ত রিপোর্টে হোলির দিন রাতে টাকা উদ্ধারের সময়ে বিচারপতি ভার্মার  বাসভবনে আগুন নেভানোর ছবি, ভিডিও রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।