হরিয়ানার ঝাঁঝরে আজ সন্ধ্যায় ভূকম্পন অনুভূত হয়। এই কম্পনের প্রভাব দিল্লি এনসিআর এলাকাতেও পরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৭. NATIONAL CENTRE OF SYSMOLOGY জানিয়েছে, ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল ঝাঁঝরের ১০ কিলোমিটার গভীরে।
Site Admin | July 11, 2025 9:44 PM
হরিয়ানার ঝাঁঝরে আজ সন্ধ্যায় ভূকম্পন অনুভূত হয়
