মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 22, 2025 7:41 PM

printer

হজ কমিটি আজ মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সভায় -২০২৬-এর আগামী হজে ভারতীয় হজ তীর্থযাত্রীদের অভিজ্ঞতা আরও সুসংহত ও উন্নত করার পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করে।

হজ কমিটি আজ মুম্বাইয়ে অনুষ্ঠিত এক সভায় -২০২৬-এর আগামী জে ভারতীয় হজ তীর্থযাত্রীদের অভিজ্ঞতা আরও সুসংহত ও উন্নত করার পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব ড. চন্দ্র শেখর কুমার সমাবেশে ভাষণ দিতে গিয়ে সমস্ত হজ তীর্থযাত্রীদের বকেয়া ৭৫ শতাংশ অর্থ অবিলম্বে ফেরত  এবং বাকি  ২৫ শতাংশ বকেয়া  যাচাই-বাছাইয়ের পরে ফেরত দেওয়ার বিষয়ে হজ কমিটিকে নির্দেশ দেন । ড. কুমার আরও নির্দেশ দেন যে হজ সংক্রান্ত যাবতীয়  কার্যক্রহাতে-কলমে করার বদলে  যেন সম্পূর্ণরূপে ডিজিটাল, পোর্টাল-ভিত্তিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সমন্বিত করা হয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং ভারতের হজ কমিটি সমস্ত ভারতীয় নাগরিকের জন্য একটি নিরাপদ, সুসংগঠিত এবং তীর্থযাত্রী-কেন্দ্রিক হজ যাত্রা নিশ্চিত করার বিষয়ে  তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গত ১৭ নভেম্বর মদিনায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত তীর্থযাত্রীদের স্মরণে দু মিনিট নীরবতা পালনের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।