জাতীয় ক্রীড়া দিবসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হকি জাদুকর” মেজর ধ্যান চাঁদকে শ্রদ্ধা জানিয়ে বলেন যে, প্রত্যেক খেলোয়াড়ই নিজেদের কাজের নিরিখে সমাজের নায়ক। অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, যখনই মেজর ধ্যান চাঁদের নাম বলা হয়, প্রতিটি ভারতীয় স্বতঃস্ফূর্তভাবে একটি হকি স্টিকের কথা ভাবেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান, খেলরত্ন, মেজর ধ্যান চাঁদের নামে করা হয়েছে, যা জাতির জন্য গর্বের বিষয়, বিশেষ করে তাঁর জন্মস্থান উত্তরপ্রদেশের জন্য। তিনি আরও উল্লেখ করেন , মীরাটে অবস্থিত রাজ্যের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয়, হকি কিংবদন্তি মেজর ধ্যান চাঁদের নামে করা হয়েছে। এই সেশন থেকে সেখানে একাডেমিক কোর্স শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী জাতীয় স্তরের খেলায় মেডেল জয়ী খেলোয়াড়দের এই অনুষ্ঠানে সম্বর্ধনা প্রদান করেন।