হংকং-এর তাইপো জেলার ওয়াংফুক কোর্ট হাউসিং কমপ্লেক্সের বহুতল আবাসনে অগ্নিকান্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৭৯ জন। ৭০০ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আবাসনের ভিতরে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ৮০০-টিরও বেশি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। ৭ টি আবাসন মিলিয়ে সেখানে প্রায় ২০০০ টি অ্যাপার্টমেন্ট আছে। ৮টি ব্লক মিলিয়ে প্রায় ৪ হাজার ৮০০ মানুষ সেখানে বসবাস করেন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
Site Admin | November 27, 2025 9:37 AM
হংকং-এর তাইপো জেলার বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে।