August 5, 2025 9:14 PM

printer

হংকং অবজারভেটরি আজ আট দিনের মধ্যে এই নিয়ে চতুর্থবার কালো বৃষ্টির সতর্কতা জারি করেছে। 

হংকং অবজারভেটরি আজ আট দিনের মধ্যে এই নিয়ে চতুর্থবার কালো বৃষ্টির সতর্কতা জারি করেছে।  হংকংয়ে মুষলধারে বৃষ্টি হওয়ার  জেরে  সেখানকার হাসপাতাল, স্কুল এবং  আদালত বন্ধ করে দেওয়া হয়েছে।  বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। হংকংয়ের স্বরাষ্ট্র বিভাগের জরুরি সমন্বয় কেন্দ্র, অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলেছে বলে জানা গেছে ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।