সড়ক, মহাসড়ক, রেল, পরিবেশ বান্ধব শক্তির বিকাশ সহ নানান প্রকল্পের কাজ চলছে দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পগুলির বাস্তবায়নের কাজ চলছে। Pro-Governance and Timely Implementation – PRAGATI (প্রগতি) পরিমণ্ডলের ভারতে মহাসড়কের বিস্তারে জাতীয় মহাসড়ক কতৃপক্ষ NHAI ৯৬৪টি প্রকল্প হাতে নিয়েছে। এগুলির মধ্যে ২৭৩ প্রকল্প-এর সরাসরি নজরদারী চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রগতি-র মাধ্যেমে নেওয়া প্রকল্পগুলির বাস্তবায়নের সময় উঠে আসা বিভিন্ন রকম বাধার দ্রুত সমাধানের চেষ্টা করা হয়। পশ্চিমবঙ্গে ৩৯৩০ কোটি টাকার ২৬টি সড়ক প্রকল্পের মধ্যে ৬০টি প্রকল্পের কাজ চলছে। এই রাজ্যের সড়ক নির্মানের সময়, NHAI বেশি কয়েকটি বিষয়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। পরবর্তী সময়ে কয়েকটির নিস্পত্তি করে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
Site Admin | January 24, 2026 10:18 PM
সড়ক, মহাসড়ক, রেল, পরিবেশ বান্ধব শক্তির বিকাশ সহ নানান প্রকল্পের কাজ চলছে দেশে।