সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি বলেছেন, সরকার দেশে পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিচ্ছে। দুর্ঘটনার কারণ বিশেষত জাতীয় সড়কগুলিতে দুর্ঘটনা বেশী কেন হচ্ছে তা খতিয়ে দেখতে রোড অডিট করা হচ্ছে। এছাড়াও দুর্ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্সগুলিকে আরো উন্নত পরিকাঠামোয় সাজানো হচ্ছে। নতুন প্রযুক্তি সম্বন্ধে প্রশিক্ষন দেওয়া হচ্ছে কর্মীদেরও। নতুন দিল্লীতে আয়োজিত ফিকির পথ সচেতনতা পুরস্কার এবং কনক্লেভে যোগ দিয়ে শ্রী গড়কড়ি আজ বলেন, প্রতিবছর দেশে ৫ লক্ষের বেশী পথদুর্ঘটনায় দেড় লক্ষের অধিক মানুষ প্রাণ হারান। শুধুমাত্র সরকারী উদ্যোগ নয়, ব্যক্তিগত সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব বলে শ্রী গড়কড়ি মত ব্যক্ত করেছেন।