মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 11, 2025 8:48 AM

printer

স্লোভাকিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রাতিস্লাভায় স্লোভাক-ইন্ডিয়া বিজনেসফোরামের উদ্বোধন করেন

স্লোভাকিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রাতিস্লাভায় স্লোভাক-ইন্ডিয়া বিজনেসফোরামের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সে দেশের রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি ও বিদেশমন্ত্রী জুরাজ ব্লানার উপস্থিত ছিলেন। এই ফোরামকে রাষ্ট্রপতি মুর্মু দু’দেশের অংশীদারিত্ব গড়ে তোলার এবং বাণিজ্য ক্ষেত্র সহযোগিতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সুযোগ বলে উল্লেখ করেছেন। দেশের দ্রুত উন্নয়নশীল অর্থনীতির কথাওতিনি উল্লেখ করেছেন।

স্লোভাকিয়ার শিল্পশক্তি ও কৌশলগত অবস্থান প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, ভারতকে তারা প্রচুর সুযোগ দিচ্ছে। এদিকে দক্ষভারতীয় কর্মীরা সে দেশের অর্থনীতির এক মূল্যবান সম্পদ বলেও রাষ্ট্রপতির অভিমত। ভারতের উদ্ভাবন ও প্রযুক্তিক্ষেত্রের উন্নয়নের কথাও তিনি তুলে ধরেছেন।  

দু’দেশের সম্পর্ক সুদৃঢ় হচ্ছে বলে জানিয়েছেন স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলেগ্রিনি। সেদেশের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সঙ্গে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সমন্বয় বড় ধরনের সাফল্য আনতে পারে বলেও তিনি আশাবাদী। 

স্লোভাকিয়ার নিত্রার কনস্টানটাইন দ্য ফিলোসফার ইউনিভার্সিটি,  জনসেবা, সামাজিক ন্যায়বিচার, শিক্ষা ও নারীরক্ষমতায়নে তাঁর গুরুত্বপূর্ন কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সাম্মানিক ডক্টরেট (ডক্টর এইচ.সি.) প্রদান করেছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি তার বক্তব্যে শিক্ষার যুগান্তকারী শক্তিরপ্রসঙ্গ উল্লেখ করে, শিক্ষক থেকে সর্বোচ্চ পদে পৌঁছানোপর্যন্ত তার যাত্রাকালের কথা তুলে ধরেন। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, আন্তর্জাতিক বোঝাপড়ায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সাম্মানিক উপাধি দেওয়া হয়।           

সফরেরর দ্বিতীয় দিনের রাষ্ট্রপতি আজ সেখানে রামায়ণ পাপেট শো দেখেন। এই শো-এর উদ্দেশ্য হল ভারতীয় সংস্কৃতিকে এবং রামায়ণের গভীর মূল্যবোধকে সেদেশের মানুষের কাছে তুলে ধরা। এই শো-এর আয়োজন করেন লেনকা মুকোভা। ৩০ বছর ধরে তিনি পুতুল নাচের মাধ্যমে শিশুদের নানান শিক্ষা দিয়ে আসছেন। রাষ্ট্রপতি এদিন”রূপকথার মধ্যে লুকোনো সৌন্দর্য–শ্লোভাক শিশুদের দৃষ্টিতে ভারত” শীর্ষক একটি চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।