মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 25, 2024 1:16 PM

printer

স্বাস্হ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, HIV ও এডস্ দুরীকরণে রাষ্ট্রসংঘের লক্ষ্যমাত্রা পুরণ করতে ভারত বদ্ধ পরিকর এবং ২০৩০ সালের মধ্যেই তা অর্জন করা সম্ভব হবে।

স্বাস্হ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, HIV ও এডস্ দুরীকরণে রাষ্ট্রসংঘের লক্ষ্যমাত্রা পুরণ করতে ভারত বদ্ধ পরিকর এবং ২০৩০ সালের মধ্যেই তা অর্জন করা সম্ভব হবে। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৭৯-তম অধিবেশনে যক্ষা দুরীকরণের অঙ্গীকার সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি ভাষণ দিচ্ছিলেন। শ্রীমতী প্যাটেল বলেন, দেশের সমস্ত গর্ভবতী মহিলার HIV ও সি ফিল্স পরীক্ষার জন্য বেশকিছু ব্যবস্হা নেওয়া হয়েছে। প্রতি বছর বিনামূল্যে ৩ কোটি HIV পরীক্ষা করা হয়ে থাকে। ১ কোটি ৭০ লক্ষ মানুষকে জনস্বাস্হ্য পরিষেবার আওতায় HIVমুক্ত করার জন্য বিশেষ অ্যান্ট্রি রেট্রোভাইরাল থেরাপিও দেওয়া হয়ে থাকে।  ২০১০ সালের পর থেকে দেশে বার্ষিক HIV সংক্রম ৪৪ শতাংশে নেমে এসেছে বলেও তিনি উল্লেখ করেন। HIV দুরীকরণ সংক্রান্ত নীতি প্রণয়নে রাজ্যগুলিকে বিশেষ কমিটি গঠন সুনিশ্চিত করার জন্যও উদ্যোগ নিতে বলেন শ্রীমতী প্যাটেল।