স্বাস্থ্য সাথী কার্ড, চিকিৎসা বিল সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ জমা পড়ায় স্বাস্থ্য কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার এই সংক্রান্ত আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে নিয়ন্ত্রণের উদ্দেশে আরও কঠোর বিধি আনতে আজ বিধানসভায় ‘দি ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সংশোধনী বিল-২০২৫’ উত্থাপন করা হবে। এরপরে আগামী দুই দিন এই বিলের উপরে দেড় ঘন্টা করে মোট তিন ঘন্টা আলোচনার কর্মসূচী রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা গিয়েছে।
আজ দ্বিতীয়ার্ধে আলোচনা শুরুর আগে মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে।