স্বাস্থ্য মন্ত্রক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনকে অস্বীকার করেছে, যেখানে দাবি করা হয়েছে সিঙারা, জিলিপি এবং লাড্ডুর মতো খাদ্যসামগ্রীর উপর সতর্কীকরণ বার্তা লেখার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রক বলেছে, এ ধরণের খবর বিভ্রান্তিকর, ভুল এবং ভিত্তিহীন। মন্ত্রক আলাদাভাবে একটি পরামর্শ জারি করেছে যা কাজের জায়গায় খাবার সম্পর্কে সকলকে সচেতন করবে। কাজের জায়গায় লবি, ক্যান্টিন, ক্যাফেটেরিয়ায় বিভিন্ন খাবার জিনিসে লুকানো চর্বি এবং অতিরিক্ত চিনির ক্ষতিকারক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নানা তথ্য দেওয়া থাকবে। এর ফলে স্থূলতার বিরুদ্ধে লড়াই আর-ও জোরদার হবে।
Site Admin | July 15, 2025 9:58 PM
স্বাস্থ্য মন্ত্রক সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনকে অস্বীকার করেছে, যেখানে দাবি করা হয়েছে সিঙারা, জিলিপি এবং লাড্ডুর মতো খাদ্যসামগ্রীর উপর সতর্কীকরণ বার্তা লেখার নির্দেশ দেওয়া হয়েছে।
