স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা আজ জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফার্মাকোভিজিল্যান্স অবদানের ক্ষেত্রে ভারত এখন বিশ্বে অষ্টম স্থানে রয়েছে, যেখানে দশ বছর আগে ভারতের স্থান ছিল ১২৩-এ। নতুনদিল্লিতে ভারতের ওষুধপত্রের মানদণ্ডের দশম সংস্করণ, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ২০২৬ প্রকাশের সময় মন্ত্রী এ-কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন প্রকাশিত প্রতিবেদনে ১২১টি মনোগ্রাফ অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে মোট মনোগ্রাফের সংখ্যা ৩ হাজার ৩৪০টিতে দাঁড়িয়েছে। শ্রী নাড্ডা উল্লেখ করেন, প্রথমবারের মতো রক্তের উপাদান মনোগ্রাফের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা রক্ত সঞ্চালন, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া এবং রক্তাল্পতা নিয়ে গবেষণায় সহায়তা করবে। শ্রী নাড্ডা আরও বলেন, ভারত রক্তের উপাদান অন্তর্ভুক্তকারী প্রথম দেশ। নতুন মনোগ্রাফগুলি জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি, রক্তাল্পতা মুক্ত ভারত এবং সর্বজনীন টিকাদান কর্মসূচিকে সরাসরি উপকৃত করবে বলেও শ্রী নাড্ডা উল্লেখ করেন। ভারতীয় ফার্মাকোপিয়া এখন ১৯টি দক্ষিণ-পশ্চিমের দেশে স্বীকৃত বলেও জানান তিনি।