স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা আজ সারা দেশে ইনফ্লুয়েঞ্জা রোধে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে সুসংহত এবং সমন্বিত উদ্যোগ গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লীতে আজ ইনফ্লুয়েঞ্জার প্রস্তুতি নিয়ে আন্তঃমন্ত্রক ও আন্তঃক্ষেত্রীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আয়োজিত দু দিনের চিন্তন শিবরের উদ্বোধনী অধিবেশনের ভাষনে শ্রী নাড্ডা, শীতকালীন মরসুমে ইনফ্লুয়েঞ্জার বাড়বাড়ন্ত কমাতে এ ধরনের প্রস্তুতি অত্যন্ত প্রয়োজনীয়।
উল্লেখ্য, দু দিনের এই চিন্তন শিবিরে বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও প্রতিষ্ঠানের ১শো ১০ জন প্রতিনিধি যোগ দিয়েছেন।