স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে যৌথ ভাবে শিক্ষা মন্ত্রক আজ তামাক মুক্ত যুব কর্মসূচীর তৃতীয় পর্যায়ের সূচনা করবে। শিক্ষা মন্ত্রক বলেছে, তামাক মুক্ত প্রজন্ম গড়ে তোলার বিষয়ে ভারত সরকারের দৃষ্টিভঙ্গী বাস্তবায়নের লক্ষ্যে এই জাতীয় কর্মসূচী এক উল্লেখযোগ্য পদক্ষেপ। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ৬০ দিনের এই কর্মসূচীতে তামাকের ব্যবহার, যারা তামাক ছাড়তে চায় তাদের সহায়তা এবং উন্নত স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিশু ও যুব সম্প্রদায়কে সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের সমীক্ষা অনুযায়ী ১৩ থেকে ১৫ বছর বয়সী পড়ুয়াদের ৮ দশমিক ৪ শতাংশ তামাকজাত পণ্য ব্যবহার করে।