স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নতুন পোষাক বিধির তৈরী করতে আবেদন জানিয়েছে। মন্ত্রক, এই মর্মে সব কেন্দ্রীয় সরকারি হাসপাতাল ও মেডিকেল প্রতিষ্ঠানগুলির প্রধানদের চিঠি দিয়েছে। ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এতে বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে সমাবর্তনের সময় যে কালো রোব এবং টুপি পড়া হয়, তা ইউরোপের মধ্যযুগীয় সময়কালের এবং তা ঔপনিবেশক চিন্তাধারা বহন করে। এবার থেকে ভারতীয় সংস্কৃতির সঙ্গে সাজুয্য রেখে, রাজ্যের নিজস্ব ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে পোশাক বানানোর জন্য মন্ত্রক রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে।
Site Admin | August 24, 2024 11:16 AM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, কেন্দ্রীয় সরকারি হাসপাতালগুলিকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য নতুন পোষাক বিধির তৈরী করতে আবেদন জানিয়েছে।
