August 13, 2025 8:27 PM

printer

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা কঠোর করা হয়েছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা কঠোর করা হয়েছে। জম্মুতে পাকিস্তান সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। ৭৯ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে যাতে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই বিষয়েও খেয়াল রাখা হচ্ছে।

আকাশবাণীর জম্মুর প্রতিনিধি জানিয়েছেন, নজরদারি ও টহলদারি বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী। যে কোনও পরিস্থিতি সামাল দিতে জম্মুতে বহু-স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের তরফে অতিরিক্ত কুইক রেসপন্স টিম নামানো হয়েছে। সীমান্তবর্তী রাস্তাগুলিতে নজরদারি চালানোর পাশাপাশি আকাশপথেও চালানো হচ্ছে নজরদারি। নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি বাড়িয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাজৌরি ও পুঞ্চে তল্লাশি চলাকালীন স্থানীয়দের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।