স্বাধীনতা আন্দোলনের বীর শহীদ ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং শুকদেব থাপারের স্মৃতিতে সমগ্র জাতি আজ শহীদ দিবসে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। ১৯৩১ সালে আজকের দিনে লাহোর সেন্ট্রাল জেলে তাঁদের ফাঁসি দেওয়া হয়। ১৯২৮ সালের ১৭ই ডিসেম্বর ব্রিটিশ পুলিশ আধিকারিক জে পি সৌন্ডার্সকে হত্যার জন্য স্বাধীনতার এই বীর যোদ্ধাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁদের আত্মবিশ্বাসের স্মরণে ২৩শে মার্চ সারাদেশে শহীদ দিবস পালন করা হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শহীদ দিবসে এই তিন বীর স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি স্বাধীনতা সংগ্রামে এই বীর শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাঁদের আত্মবলিদান সমগ্র জাতিকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে।