স্বাধীনতা আন্দলনে শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ জন্মদিন। স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে ১৮ বছরের এই তরুণ স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে আত্মবলীদান দেন। এরাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপ্লবী ক্ষুদিরাম বসুকে স্মরণ করা হচ্ছে। বিভিন্ন সংগঠনের তরফ থেকে কলকাতা হাইকোর্টের কাছে ক্ষুদিরামের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাজ্য সরকার যথোচিত মর্যাদায় দিনটি পালন করছে। সামাজিক মাধ্যমের এক পোস্টে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈত্রিক ভিটে ছাড়াও, হবিবপুরে তাঁর জন্মভূমিতে আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের।
Site Admin | December 3, 2025 12:45 PM
স্বাধীনতা আন্দলনে শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ জন্মদিন