মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 25, 2025 3:27 PM

printer

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ১৩০ তম সংবিধান সংশোধন বিল বিষয়ে বিরোধী দলগুলির  অবস্থানের কড়া সমালোচনা করেছেন। 

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ১৩০ তম সংবিধান সংশোধন বিল বিষয়ে বিরোধী দলগুলির  অবস্থানের কড়া সমালোচনা করেছেন। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাত্কারে শ্রী শাহ অভিযোগ করেন, বিরোধী দলগুলির নেতৃত্ব জেলে বসেই সরকার গঠন এবং তা পরিচালনার চেষ্টা করছেন। বিরোধী দলগুলির যেভাবে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তাকে অগণতান্ত্রিক আখ্যা দেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই বিলের আওতায় প্রধানমন্ত্রীর দপ্তরকেও নিয়ে আসার উদ্যোগ নেন।

১৩০ তম সংবিধান সংশোধন বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটিতে বিরোধী সদস্যরা যোগ দেবেন না বলে যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, যৌথ সংসদীয় কমিটির বাকি সদস্যরা তাদের কাজ চালিয়ে যাবেন।

বিরোধীদের যাবতীয় অভিযোগ খণ্ডন করে তিনি জানান, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তাঁর শারীরিক সমস্যার জন্যই পদত্যাগ করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।