স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে সন্ত্রাসবাদ বিরোধী একটি অভিন্ন স্কোয়াড – এ টি এস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশেকদের এজন্য যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছেন।
গতকাল নতুন দিল্লিতে ন্যাশানাল ইনভস্টিগেসন এজেন্সি- এন আই এ আয়োজিত দু দিনব্যাপী সন্রাসবাদ সম্মেলন-২০২৫ উদ্বোধনকালে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশে একটি দুর্ভেদ্য ও শক্তিশালী সন্ত্রাসবাদবিরধী গ্রিড গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এই উপলক্ষ্যে শ্রী শাহ সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপে প্রশংসনীয় পরিসেবা এবং অবদানের জন্য এন আই এ ন’জন কর্মীকে সেবা পদক ও বীরত্ব পদক দিয়ে সম্মানিত করেন।