স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের গণতন্ত্রকে সুরক্ষিত রাখতেই নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এস আই আর করছে। গুজরাতের ভুজে আজ সীমান্ত সুরক্ষা বাহিনী বি এস এফের প্রতিষ্ঠা দিবসের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে শ্রী শাহ বলেন, দেশ থেকে অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করা হবে। যেসব রাজনৈতিক দল এস আই আরের বিরোধিতা করছে, তাদের তীব্র সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শ্রী শাহ বলেন, বি এস এফকে আরো উন্নত এবং আধুনিক করার পাশাপাশি বিশ্বের মধ্যে অন্যতম আক্রমণাত্মক বাহিনী হিসেবে গড়ে তুলতে ৫ বছরের লক্ষ্যমাত্রা স্থির করেছে মন্ত্রক। সরকারের অন্যতম উদ্যোগ ই বর্ডার কার্যকর করতে বি এস এফের গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করেন তিনি।